Tuesday, July 8, 2008

উবুন্টু ৮.০৪ (Ubuntu 8.04) ইন্সটল করলাম
অবশেষে উবুন্টু ৮.০৪ (Ubuntu 8.04) এর সিডি টা যুক্তরাজ্য থেকে ডাক যোগে পৌছুল। ইন্সটল করলাম। এরপর শুরু হোল গ্রাফিক্স ড্রাইভারের পেছনে ছোটা। ATI থেকে (ati-driver-installer-8-6-x86.x86_64.run) ডাউনলোড করলাম। ইন্সটল করে যেইমাত্র রিস্টার্ট দিলাম, লগ-ইন করা মাত্র সাদা স্ক্রীন। একদম হোয়াইট প্লাস টুথপেস্টের মতোন। কিচ্ছু দেখা যায় না। মেজাজ খারাপ হোল। দুই তিন বার রিস্টার্ট দিলাম। কিচ্ছু হোল না। রিইন্সটল। দুইবার। এরপর ফোরাম ঘাটা শুরু। একটা ভালো জিনিস পেলাম যেটা আগে পেলে রিইন্সটল করতে হোত না। সাদা স্ক্রীনে Alt + F2 দিয়ে চোখ বন্ধ করে (আচ্ছা ঠিক আছে, চোখখোলা রেখে) টাইপ করলাম

metacity --replace

কুয়াশা সরে গেল। তারপর রিস্টার্ট করবার পর স্ক্রীন সাইজ ১২৮০×১০২৪ থেকে কমে ৬৪০×৪৮০ হয়ে গেল! আবার রিইন্সটল। আবার ফোরাম ঘাটো!

Alt+F2 >> gconf-editor

gconf-editor এ (উইন্ডোজ রেজিস্ট্রি এডিটর এর মতো) desktop>gnome>applications>window_manager

/usr/bin/compiz গুলোকে /usr/bin/metacity দিয়ে বদলালাম

এবার টার্মিনালে:
sudo apt-get update
sudo apt-get install build-essential fakeroot dh-make debhelper debconf libstdc++5 dkms linux-headers-$(uname -r)
sudo sh /media/DocumetsI/LinuxSoft/ati-driver-installer-8-6-x86.x86_64.run
sudo aticonfig --initial -f

রিস্টার্ট করবার পর ঠিক স্ক্রীন আসলো। এরপর Appearance এ visual settings এ সবচেয়ে ভালোটা দিলাম। থ্রি. ডি. ড্রাইভার চাইল। রিস্টার্ট করার পর সাদা স্ক্রীন!!!! এবার ATI এর ড্রাইভারটা আবার ইন্সটল করলাম। রিস্টার্ট করবারপর ঠিক রেজুলেশনে আসল। Full 3D Support!!! না আসা ঠিক করার ওষুধ হোল:
sudo /etc/init.d/gdm stop এক্স সার্ভার বন্ধ
sudo dpkg-reconfigure xserver-xorg
sudo /etc/init.d/gdm start এক্স সার্ভার আরম্ভ

এবার গাধার মতো Beryl খুঁজতে লাগলাম। আসলে উবুন্টুর নিজস্ব যে compiz তা Berylএর অনুরূপ। এটা আরো পরে বুঝলাম।

আমার মূখ্য উদ্দেশ্য ছিল ত্রিমাত্রিক ঘনকটা (3d desktop cube) ব্যবহার। ওমা! বকাসটা দেখি চ্যাপ্টা! ডেস্কটপের কলাম সংখ্যা ৪ এবং রো বা সারি সংখ্যা ১ না করলে ওটা ত্রিমাত্রিক হয় না। এরপর হলো সেটা ত্রিমাত্রিক।

অমি আজাদের ব্লগ থেকে শিখলাম কিভাবে ইউনিজয় কীবোর্ড ব্যবহার করা যায়। (রিস্টার্ট করতে হয়েছিল, উবুন্টু আবার উইন্ডোজের মতো বলে দেয় না যে রিস্টার্ট করুন)

কয়েকটা শর্টকাট:
Ctrl+Alt+F1 -----> Command Prompt (Like exit to MS Dos)
Ctrl+Alt+Backspace -----> Xserver Restart

এবার আমার প্রিয় ফন্টগুলো কপি করার পালা। কমান্ডটি হলো:
sudo cp -R /media// /usr/share/fonts/truetype/

হয়ে গেল। এবার অটোমেটিক আপডেট দিয়ে ঘুমুতে যান।

সতর্কীকরনঃ ভুলেও ব্রডব্যান্ড কানেকশন ছাড়া উবুন্টু তে যাবেন না। প্রায় প্রতিটি সফটওয়্যার ইন্সটল করতে, এমনকি mp3, mp4, wma, avi ফাইল পড়তেও dependency ডাউনলোড করতে হয়। আমার প্রয় 150 Mega লেগেছে। আর একবার রিইন্সটল মানে . . . (বুঝতেই পারছেন)

aptoncd প্লাগইন দিয়ে ডিপেনডেন্সি গুলো CD তে রেখে দেওয়া যায়। এখন ব্যবহার করি নাই।

সবশেষে compiz tips:
System>Preference>Advanced Display Options (এধরনের কিছু একটা) নিয়ে সেটিংস পরিবর্তন করা যায়। এখানে অবশ্যই Rotate Cube প্লাগইনটা চালু করতে হবে।

Win Key কে লিনাক্সে super key বলে। আমার প্রিয় গুলো দিলাম

+ + left/right ঘনকটি ডানে বামে ঘোরানো
+ + down ঘনকটি থেকে দূরে যাওয়া
+ + drag ঘনকটি ঘুরানো
+

left click আগুন ছেটানো
c আগুন বন্ধ

http://wiki.compiz-fusion.org/CommonKeyboardShortcuts এ আরো আছে এসব।

পকিউবের প্রত্যেক পাশে আলাদা wallpaper নিতে এটা পেলাম
অবশেষে উবুন্টু ৮.০৪ (Ubuntu 8.04) এর সিডি টা যুক্তরাজ্য থেকে ডাক যোগে পৌছুল। ইন্সটল করলাম। এরপর শুরু হোল গ্রাফিক্স ড্রাইভারের পেছনে ছোটা। ATI থেকে (ati-driver-installer-8-6-x86.x86_64.run) ডাউনলোড করলাম। ইন্সটল করে যেইমাত্র রিস্টার্ট দিলাম, লগ-ইন করা মাত্র সাদা স্ক্রীন। একদম হোয়াইট প্লাস টুথপেস্টের মতোন। কিচ্ছু দেখা যায় না। মেজাজ খারাপ হোল। দুই তিন বার রিস্টার্ট দিলাম। কিচ্ছু হোল না। রিইন্সটল। দুইবার। এরপর ফোরাম ঘাটা শুরু। একটা ভালো জিনিস পেলাম যেটা আগে পেলে রিইন্সটল করতে হোত না। সাদা স্ক্রীনে Alt + F2 দিয়ে চোখ বন্ধ করে (আচ্ছা ঠিক আছে, চোখখোলা রেখে) টাইপ করলাম

metacity --replace

কুয়াশা সরে গেল। তারপর রিস্টার্ট করবার পর স্ক্রীন সাইজ ১২৮০×১০২৪ থেকে কমে ৬৪০×৪৮০ হয়ে গেল! আবার রিইন্সটল। আবার ফোরাম ঘাটো!

Alt+F2 >> gconf-editor

gconf-editor এ (উইন্ডোজ রেজিস্ট্রি এডিটর এর মতো) desktop>gnome>applications>window_manager

/usr/bin/compiz গুলোকে /usr/bin/metacity দিয়ে বদলালাম

এবার টার্মিনালে:
sudo apt-get update
sudo apt-get install build-essential fakeroot dh-make debhelper debconf libstdc++5 dkms linux-headers-$(uname -r)
sudo sh /media/DocumetsI/LinuxSoft/ati-driver-installer-8-6-x86.x86_64.run
sudo aticonfig --initial -f

রিস্টার্ট করবার পর ঠিক স্ক্রীন আসলো। এরপর Appearance এ visual settings এ সবচেয়ে ভালোটা দিলাম। থ্রি. ডি. ড্রাইভার চাইল। রিস্টার্ট করার পর সাদা স্ক্রীন!!!! এবার ATI এর ড্রাইভারটা আবার ইন্সটল করলাম। রিস্টার্ট করবারপর ঠিক রেজুলেশনে আসল। Full 3D Support!!! না আসা ঠিক করার ওষুধ হোল:
sudo /etc/init.d/gdm stop এক্স সার্ভার বন্ধ
sudo dpkg-reconfigure xserver-xorg
sudo /etc/init.d/gdm start এক্স সার্ভার আরম্ভ

এবার গাধার মতো Beryl খুঁজতে লাগলাম। আসলে উবুন্টুর নিজস্ব যে compiz তা Berylএর অনুরূপ। এটা আরো পরে বুঝলাম।

আমার মূখ্য উদ্দেশ্য ছিল ত্রিমাত্রিক ঘনকটা (3d desktop cube) ব্যবহার। ওমা! বকাসটা দেখি চ্যাপ্টা! ডেস্কটপের কলাম সংখ্যা ৪ এবং রো বা সারি সংখ্যা ১ না করলে ওটা ত্রিমাত্রিক হয় না। এরপর হলো সেটা ত্রিমাত্রিক।

অমি আজাদের ব্লগ থেকে শিখলাম কিভাবে ইউনিজয় কীবোর্ড ব্যবহার করা যায়। (রিস্টার্ট করতে হয়েছিল, উবুন্টু আবার উইন্ডোজের মতো বলে দেয় না যে রিস্টার্ট করুন)

কয়েকটা শর্টকাট:
Ctrl+Alt+F1 -----> Command Prompt (Like exit to MS Dos)
Ctrl+Alt+Backspace -----> Xserver Restart

এবার আমার প্রিয় ফন্টগুলো কপি করার পালা। কমান্ডটি হলো:
sudo cp -R /media// /usr/share/fonts/truetype/

হয়ে গেল। এবার অটোমেটিক আপডেট দিয়ে ঘুমুতে যান।

সতর্কীকরনঃ ভুলেও ব্রডব্যান্ড কানেকশন ছাড়া উবুন্টু তে যাবেন না। প্রায় প্রতিটি সফটওয়্যার ইন্সটল করতে, এমনকি mp3, mp4, wma, avi ফাইল পড়তেও dependency ডাউনলোড করতে হয়। আমার প্রয় 150 Mega লেগেছে। আর একবার রিইন্সটল মানে . . . (বুঝতেই পারছেন)

aptoncd প্লাগইন দিয়ে ডিপেনডেন্সি গুলো CD তে রেখে দেওয়া যায়। এখন ব্যবহার করি নাই।

সবশেষে compiz tips:
System>Preference>Advanced Display Options (এধরনের কিছু একটা) নিয়ে সেটিংস পরিবর্তন করা যায়। এখানে অবশ্যই Rotate Cube প্লাগইনটা চালু করতে হবে।

Win Key কে লিনাক্সে super key বলে। আমার প্রিয় গুলো দিলাম

+ + left/right ঘনকটি ডানে বামে ঘোরানো
+ + down ঘনকটি থেকে দূরে যাওয়া
+ + drag ঘনকটি ঘুরানো
+

left click আগুন ছেটানো
c আগুন বন্ধ

http://wiki.compiz-fusion.org/CommonKeyboardShortcuts এ আরো আছে এসব।

পকিউবের প্রত্যেক পাশে আলাদা wallpaper নিতে এটা পেলাম

Researcher and academician by Trade. Hobbyist webdeveloper, photographer and ametuer musician.

1 comments:

  1. শুভেচ্ছা রইলো। :)

    উবুন্টু বাংলাদেশ > www.ubuntu-bd.org

    ReplyDelete

Visit My Official Website at BUET

Contact Me
Sajid Choudhury
+9665650
Dhaka, Bangladesh