Dr. Sajid Muhaimin Choudhury

>

image
Hello,

I'm Dr. Sajid Muhaimin Choudhruy

I am currently working in the Department of Electrical and Electronic Engineering of Bangladesh University of Engineering and Technology, Dhaka-1205. My official website is located at sajid.buet.ac.bd. I previously maintained various personal blogs and websites (sajidmc.net). I decided to move to a permanent web solution to host all my previous blogposts.

Blog

Transforming BDSA

In the six-year journey of my life in Purdue, I had the privilege of volunteering for BDSA for 4 years: as a webmaster, twice as a treasurer, as the president. My BDSA activities started during the presidency of my dear friend, Naeemul Islam Rabu. I took the role of treasurer after a great deal of Rabu’s convincing and I am profoundly grateful to him for relying on me and giving me that opportunity. I gained vast experience in managing a student organization like BDSA as a volunteer, financial adviser, and leader. I envisioned a transformed BDSA, where everyone belonged, and here is my story on how I made it happen. 
In 2017, when I was elected as the BDSA president, the association had quite a different focus and vision. BDSA’s attention was mostly focused on holding social events for the married graduate student community. Its active member-base had sharply decreased from the year before. There were no active undergraduate members in the organization at that time. My vision was to change BDSA: making it as an all-inclusive organization, ensuring more participation from the undergraduate, graduate, and post-graduate/professional members. I was fortunate to have a lot of dynamic and proactive committee members who shared the same vision and actively helped me to achieve the goals that I dreamt of. Babu bhai, Sanjoy bhai, Ferdous, Sanchita, Tridib, Saeed, Rabu, Nayem, Asif – each took active roles as a person-in-charge, organizing many successful events during my presidential term. The executive committee decided that the main thrusts of BDSA should be to organize cultural, academic and sports events instead of only social events. 
From the very first executive committee meeting, I expressed my strong preference for active participation of undergraduates (even possibly as a president or a treasurer) and their enjoyment in their volunteering role in BDSA. I proposed an addendum in BDSA constitution that mandates that at least one undergraduate focused event must be organized every year. We reduced membership fee of BDSA up to 50% for undergraduate students. All the executive committee members maintained personal contact with the undergraduate community and professional community during my tenure. We had game nights and addas on weekends with the undergraduates of BDSA and I also invited them regularly at my place. I met the president-elect Shamya Dey, a freshman who greatly shared my passion for Call of Duty in a game night. With our efforts, undergraduate membership rose to a double-digit number from zero.
We kept in touch with the professional community and made sure that they also had a sense of belonging to BDSA. The executive committee members contacted all professional community members to invite them personally before each of our big events. Our efforts resulted in an unprecedented increase in the number of participants in our programs. Our Bengali New Year event had 125 attendees and the fall BBQ 2017 event had 126 – a two-fold increase over the number of participants of the previous year. 
We strongly believed that the rich Bangladeshi culture should be shared amongst the student body of Purdue. We actively sought collaboration with other Purdue student organizations. We collaborated with Purdue Students Union Board (PSUB) to participate in the Holidays around the World event, with the Asian Students Union Board (ASUB) to participate in the Multicultural Show,  and with Purdue Tagore Society (PUTS) to participate in the Rabindra Jayanti. In the International Mother Language Day 2018 (IMLD), we invited all international student organizations from Purdue. We accommodated all the interested student bodies to participate in the IMLD. We collaborated with the Society of Women Engineers (SWE) to celebrate International Women’s Day and organized a symposium by 6 women PhD students from the Bangladeshi community. 
We also believed that West Lafayette could be a melting pot of Bangladeshi culture in the Midwest. Whenever we organized an event, we invited people from the nearby cities to enjoy our hospitality and Bengali culture. We organized the “Bangladeshi Night” with participants and audience from Indianapolis, South Bend, and Chicago. We organized cricket tournament and premiered a movie show- both were enjoyed by Purdue and neighboring student associations. 
We discounted all membership fees of BDSA and gave free T-shirt to all the members, designed by our incredibly talented architect, Shorf Afza. BDSA’s earnings fell due to the discounted membership-fees. But we made up for the lost income by actively fundraising for BDSA. We successfully received funding from Purdue Graduate Student Government GSOGA grant, PGSG Symposium grant and, SOGA grant. We sought to reduce wastage by keeping an efficient inventory storage system. We negotiated with the PGSG to get a permanent locker space at the Grad Center for our storage. We officially participated in the Purdue Day of Giving (PDOG) first time, winning a 1500$ bonus fund. We collected funds for the relief effort of ‘Manush Manusher Jonno’ during the 2017 Bangladeshi Flood. The Professional community generously donated to BDSA. They also treated the entire association with delicious Hilsha fish- a Bangladeshi favorite and expensive delicacy- in our New Year Celebration. At the end of the year, we left a 4700$ budget surplus for the incoming committee.
Volunteering for BDSA has given me an insight into the skills of leadership, motivating people, and time management. These skills also translate well into my academic career. I made meaningful connections and friends and keep in touch with them regularly. I discovered that many people enjoy volunteering but never expect any executive committee posts or recognition for their works. It was quite refreshing to experience the sheer will of people to make the community a better place.  There are many members from undergraduate, graduate, spouses, and professional community to whom I am eternally grateful to make the BDSA events successful, and I cannot name them all here. The bonds that I made in Purdue were the most rewarding part of my volunteering. 
After my presidential tenure, Tridib and Shams has successfully implemented many innovative concepts. Tridib continued many of the events that we introduced in 2017-18 and successfully secured record amount of funding from the Student Fee Allocation Board (SFAB) and SOGA for his break-through ideas. 
I completed my PhD and left Purdue just when Shams became president. But I still browse the BDSA Facebook group to learn about the new events and find joy seeing BDSA thrive. In my heart, there will always be a special place for BDSA. I truly hope that the new leaders of BDSA will continue coming up with innovative ideas and events engaging the community. This will help to carry out the transformation of BDSA towards a more inclusive and dynamic organization.
The author is an Assistant Professor in the Department of Electrical and Electronic Engineering, Bangladesh University of Engineering and Technology.

This was my writeup for the BDSA 2020-21 Magazine


Covid19 and Mental Health


[One of the students of my class and his father is currently suffering from Covid-19. We are all distressed. I wrote this email for my class, and thought that I would share it here in case any one needs it. If you know of any better mental health resources, please let me know in to comment.]

Such times of uncertainty and fear puts a lot of stress and pressure on our mental well-being. While we all claim that we are rational human being, the deep down, we are vulnerable and emotional creatures. If you need any support, please reach out and talk to your friends, your academic advisors, or you can reach out to me.

These are unprecedented times in our known memory, and the stresses will pile up. We need to try to make the best of the situation and stay optimistic. Globally, Covid-19 has claimed lives of more than 300,000 people[1], while mental health problems yearly kill more than 8 million [2] - an order of magnitude more. We should not, therefore, ignore our mental health.

I would have pointed you to a professional counseling service like western universities. Unfortunately, such services and concepts are not well developed in our country. I just want to point out that there is a course on Coursera specifically tailored towards the pandemic situation called "Mind Control: Managing Your Mental Health During COVID-19" (https://www.coursera.org/learn/manage-health-covid-19) offered from University of Toronto. There is another course on increasing optimism called "Resilience Skills in a Time of Uncertainty" (https://www.coursera.org/learn/resilience-uncertainty) from University of Pennsylvania. Try to see if these courses help you.

মেলায় যাইরে - মাকসুদ


This series is from my Chords collection, some of which I collected online, and some of which I figured out with software. Many of the chords may have errors, as they were done when I was just learning to play the guitar and used blogger as a diary. These chords are here in my blog, just as they represent my journey with my guitar. I now upload mostly in the Ultimate Guitar. (Click here to go to my user profile there.)  


মেলায় যাইরে - মাকসুদ 
This song was released in mid 90s in Bangladesh and extremely popular for Bengali New Year celebration.

This is tabbed from their live performance: https://www.youtube.com/watch?v=ZmLtMpiRrVM

Tempo: 125bpm

Original scale: Fm



[Intro]

|Em   |A   |Bm Am|D Em|  x4

Em                  Am  Bm     Em  Bm
লেগেছে বাঙালীর ঘরে ঘরে একি মাতনদোলা
      Em           Am  Bm     Em  Bm
লেগেছে সুরেরই তালে তালে হৃদয় মাতনদোলা
Em         Am  Bm  Em            Am   Bm
বছর ঘুরে এল আরেক প্রভাতী ফিরে এল সুরেরই মঞ্জুরী
Em            Am  Bm   Em   D   C       Em
পলাশ শিমুল গাছে লেগেছে আগুন এ বুঝি বৈশাখ এলেই শুনি

Em        Bm        Em        Bm
মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে
Em        Bm        Em        Bm
বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেঁটে যায়
Em        Bm        Em        Bm
মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে
Em        Bm        Em        Bm
বখাটে ছেলের ভিড়ে ললনাদের রেহাই নাই
Em        Bm        Em        Bm
মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে

|Em   |A   |Bm Am|D Em|  x2

Em                  Am  Bm     Em  Bm
লেগেছে রমনীর খোঁপাতে বেলী ফুলের মালা
      Em           Am  Bm     Em  Bm
বিদেশী সুগন্ধি মেখে আজ প্রেমের কথা বলা
Em         Am  Bm  Em            Am   Bm
রমনা বটমুলে গান থেমে গেলে প্রখর রোদে এ যেন মিছিল চলে
Em            Am  Bm   Em   D   C  B     Em
ঢাকার রাজপথে রঙের মেলায় এ বুঝি বৈশাখ এল বলেই

Em        Bm        Em        Bm
মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে
Em        Bm        Em        Bm
বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেঁটে যায়
Em        Bm        Em        Bm
মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে
Em        Bm        Em        Bm
বখাটে ছেলের ভিড়ে ললনাদের রেহাই নাই
Em        Bm        Em        Bm
মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে…মেলায় যাইরে

[Solo]

|Em   |A   |BmAm|D Em|  x2

Tabbed by sajidmc

Fighting Covid19 on the Front Line

Honored to provide technical assistance in this endeavor led by my brother-in-law Dr. Shakil Farid. “Fighting #covid19 on the Front Line” is written by Bangladeshi doctors working home and abroad as an aid to Bangladeshi hospitals. The second edition is already downloaded +500 times.

I designed this cover page to focus on the health care workers. Too often we forget the dedicated doctors, nurses, PCAs, who are working hard to save lives - ignoring all risks, all fear. They are the soldiers in this war, fighting the battle in the front line, while we stay safely at our homes.

The book is freely available to download from shakilfarid.com/covid19, the website designed and maintained by yours truly.



বাবাকে যেভাবে দেখেছি

বাবাকে যেভাবে দেখেছি

আমার বাবা ডঃ নঈম চৌধুরী বেঁচে থাকলে আজ ২৭ সেপ্টেম্বর তাঁর ৭৩তম জন্মদিন পালন করতাম। আজ তাঁর মৃত্যুর ১৯তম দিন। প্রথম উপসর্গ দেখা যাওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে বাবা ইন্তেকাল করেছেন। তাঁর দুরারোগ্য ব্যাধি যে পর্যায়ে ধরা পরেছে ১৪ আগষ্ট তারিখে, তাতে তার চিকিৎসা করা ছিল বর্তমান চিকিৎসা বিজ্ঞানের আয়ত্তের বাইরে।

বাবা বেঁচে থাকতে কাজ পাগল মানুষ ছিলেন। যে কাজের দায়িত্ব নিতেন, নিজের পুরোটুকু দিয়ে কাজটি করতে পছন্দ করতেন। ঢাকা পরমাণু শক্তি কেন্দে তিনি একজন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন ১৯৬৮ সনে। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অণুজীব বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠালগ্ন থেকে ২০১৫ সন পর্যন্ত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে খাদ্যনিরাপত্তা বিষয়ে অধ্যাপনা করেছেন। জাতীয় জীববিজ্ঞান ইন্সটিটিউট এর প্রকল্প পরিচালকের দায়িত্ব তিনি সফল ভাবে পালন করেছেন। ২০০৩ সনে পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে চাকুরীর অবসর হবার পর থেকে বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর কাজে নিজেকে সর্বতো নিয়োজিত রাখতেন, যেটা ছিল সম্পূর্ণ স্বেচ্ছাসেবা। বিজ্ঞান একাডেমীর পক্ষে উকিলের বাসায় তিনি নিজে ছুটে যেতেন এবং তারই মাঝে একদিন চুরি যাওয়া ম্যানহোলের ঢাকনার কারণে পরে গিয়ে তাঁর পায়ের দুটি অস্থিতেই স্পাইরাল ফ্র্যাকচার হয়। বিছানায় শুয়ে শুয়ে তাঁর কাজ দেখেছি, একাডেমীর মিটিং আমাদের বাসায় এসে সবাই করেছিলো, এবং ভাঙ্গা পা নিয়েই তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলেন তাঁর জাতীয় জীবপ্রযুক্তি নীতিমালা (National Biotechnology Policy) উপস্থাপন করতে। নীতিমালার যে খসড়া, তা তিনি নিজ হাতে তৈরি করেছিলেন, এবং কোন পারিশ্রমিক গ্রহণ করেন নি এই কাজের জন্যে। ২০০৫ এ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বাবা জয়েন করে নতুন করে নিজের ক্যারিয়ার শুরু করেন পূর্ণকালীন শিক্ষক হিসেবে- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জীবপ্রযুক্তিবিদ্যা, অণুজীববিজ্ঞান ও ফার্মেসি বিভাগ প্রতিষ্ঠা করলেন। বাবা সবসময়ে শিক্ষকতাকে পছন্দ করতেন, এবং আমাকেও উৎসাহিত করতেন এই পেশায় আসতে।

আমার বাবার নিজ দেশের মঙ্গলের জন্য ও দেশের মানুষের জন্যে ছিল এক অকৃত্রিম ভালোবাসা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, বাবা কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে পি এইচ ডি করছিলেন। তিনি কুইবেক বাংলাদেশ স্বাধীনতা সঙ্ঘের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এবং ১৯৭১ এর ৭ই মার্চ Bangladesh Liberation Force গঠন করেন। পিএইচডি স্থগিত করে দেশের স্বাধীনতা সংগ্রামের স্বপক্ষে জনসচেতনতা ও পশ্চিম পাকিস্তান দখলদার সরকারের বিরুদ্ধে অবস্থান নেন। তাঁর প্রত্যক্ষ দূরদর্শী হস্তক্ষেপে কানাডা সরকারের গোপনে পাকিস্তানকে অস্ত্রবিক্রির পরিকল্পনা নস্যাৎ হয়, যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রে (ষষ্ঠ খন্ড পৃষ্ঠা ৬৫০) লেখা আছে। কিন্তু তাঁর মুক্তিযুদ্ধের কোন সার্টিফিকেট ছিলনা। তিনি দেশে ফিরে আসেন ও পরবর্তীতে ১৯৭৮ সনে অস্ট্রেলিয়াতে কলম্বো প্ল্যান বৃত্তি নিয়ে নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজিতে পিএইচডি করতে যান। অস্ট্রেলিয়াতেও তাঁর জন্যে তার সুপারভাইজর ইমিগ্রেশনের প্রস্তাব আনলে তিনি তা প্রত্যাখ্যান করে ১৯৮২ সনে দেশে ফিরে আসেন ও কমিশনে যোগদান করেন পরমাণু বিকিরণ - খাদ্য নিরাপত্তা বিষয়ে গবেষণা করতে। তিনি ছিলেন বাংলাদেশে জীবপ্রযুক্তিবিদ্যা (Biotechnology) তে প্রথম পিএইচডি। আমি যখন পিএইচডি করতে দেশের বাইরে যাই, তিনি যদিও বলতেন আমি যেখানে চাই সেখানেই থাকতে পারবো, কিন্তু অন্তর থেকে চাইতেন, আমি যেন দেশে ফিরে আসি, এবং দেশের সেবা করি। যখনই আমার শিক্ষাছুটি নবায়নের সময় হয়েছে, তিনি নিজে ছুটে গেছেন আমার দরখাস্ত নিয়ে।

তিনি কাজ ভালবাসতেন, এবং কখনও কাজ পেন্ডিং রাখতে পছন্দ করতেন না। ডঃ ওয়াজেদ মিয়া যখন কমিশনের চেয়ারম্যান, প্রায়ই তারা রাত ৮টা বা ৯টা পর্যন্ত অফিসের প্রশাসনিক ফাইল সম্পন্ন করতেন। কখনও বাবা কে দেখি নি বাড়তি ঘণ্টা কাজ করতে কোনও আপত্তি করতে। দুর্নীতির সাথে কখনও তাকে আপোষ করতে দেখি নি। এ ব্যাপারে আমার মা ও অত্যন্ত আপোষহীন ছিলেন। সৎ নিষ্ঠাবান এই মানুষটি কাজের জন্যেই কাজ করতেন, কখনও সুবিধা বা অর্থের জন্যে নয়। একবার আয়কর অফিসে বাবাকে ডেকে একজন কর্মকর্তা ঘুষ দাবী করলে বাবা প্রচণ্ড রেগে গিয়ে সেই অফিসে সবচেয়ে বড় কর্মকর্তার কাছে গিয়ে সরাসরি বলেছেন যে অমুক আমার কাছে ঘুষ চাচ্ছে। তিনি ঐ অফিস থেকে সেদিন বের হয়ে গিয়েছিলেন। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রোধ বাবাকে ক্লান্ত করেছিলো, কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ন্যায়ের পথে অটল ছিলেন।

পরবর্তীতে অবসর গ্রহণের ১১ বছর পরে, বাংলাদেশ সরকার তাঁর মেধাকে দেশের কাজে নিয়োজিত করতে তাঁকে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। সেই নিয়োগের দ্বিতীয় মেয়াদের দায়িত্ব পালনরত অবস্থায় তিনি চলে গেলেন আমাদের সবাইকে কাঁদিয়ে। হাসপাতালে যাওয়ার আগের দিন রাত ১২টা পর্যন্ত অফিসের যাবতীয় ফাইল সই করেছেন। নিজের অন্তিম শয্যায় তিনি যখন স্টেজ ৪ অগ্নাশয়ের ক্যান্সারে আক্রান্ত, তখনো তিনি হাসপাতালে বসে ফাইল সাইন করেছেন যেন অফিসের কাজ আটকে না থাকে।

তিনি মানুষের উপকার করতে পছন্দ করতেন। কেউ যদি এসে কোন ধরনের সাহায্য বা তদবিরের সুবিধা চাইতেন, বাবা নিজ সামর্থ্য অনুযায়ী তাকে সহায়তা করতেন। আরেকটি ঘটনা বাবার কাছে শোনা, বাবার অফিসে এক ব্যক্তি হঠাৎ এসে এক Recommendation Letter চায়। বাবা তাকে জিজ্ঞেস করে তাকে আদৌ বাবা চিনে কিনা। সেই ব্যক্তি বাবার পায়ে ধরে বলেছিলেন যে “স্যার, সবাই বলেছেন যে একমাত্র আপনিই আমার এই উপকারটি করতে পারবেন।” বাবা তাকে Recommendation দেয়, এবং তার বদৌলতে সে স্কলারশিপ পেয়ে যায়। জীবনে অসংখ্য মানুষের উপকার করেছেন তিনি, এবং আমাকে বলতেন যে মানুষের উপকার করে কখনও সেটা মনে রাখতে নাই। বাবা মানুষের উপকার করে এক আত্মতৃপ্তি পেতেন।

ক্যান্সারের মৃত্যুযন্ত্রণা কাছ থেকে দেখবার দুর্ভাগ্য আমার এর আগে হয় নি। বাবার উপসর্গ গুলি কিছুটা নিরুপম করবার জন্য সবচেয়ে শক্তিশালী বেদনানাশক দিতে হয়েছে। মুখের শেষ আহারটুকুও যখন আর পাকস্থলী নিতে না পেরে গাড়সবুজ বমি হিসেবে শরীর নির্গমন করলো, তখন তার দেহে পুষ্টি দিতে CV লাইন করে সব পুষ্টি দিতে হচ্ছিলো। যকৃত যখন কাজ করা বন্ধ করে দিলো, এবং দেহের দূষিত রক্তকে আর পরিশোধিত করতে পারলো না, তখন ধীরে ধীরে অসামান্য মানুষটির চেতনা লোপ পেয়ে গেলে হেপাটিক এন্সেফালোপ্যাথির জন্য। যে বাবা ডায়াবেটিস এর জন্যে ব্যাথার বোধ কম বলে সব সময় ঠাট্টা করতেন, তিনিই ক্যান্সারের ব্যাথায় কাতরাচ্ছিলেন এবং ব্যাথার জন্যে মুখে গোঙ্গানির আওয়াজ করছিলেন। মৃত্যুকামনা কখনওই করা উচিত নয় কারো, নিজ জন্মদাতা পিতামাতার তো নয়ই, কিন্তু, বাবার সেই অন্তিম সময়ের মৃত্যুযন্ত্রণার অস্থিরতায় কখনও কখনও মনে হচ্ছিলো, ওনার “হায়াত দরাজ” করবার প্রার্থনা করে হয়তো আমরা তার কষ্টটাকেই দীর্ঘায়িত করছি। বাবার শেষ নিঃশ্বাসটুকু ফেলতে দেখেছি আমাদের সামনে ও শেষ হৃদস্পন্দনটুকু ও কার্ডিয়াক মনিটরে দেখেও বিশ্বাস করতে পারছিলাম না যে এমন অসামান্য মানুষটি এতো দ্রুত শেষ হয়ে যাবে।

ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু বাবাকে মনে রাখতে চাইনা। বাবা বেঁচে থাকুক আমাদের স্মৃতিতে, একজন সফল বিজ্ঞানী, বিজ্ঞান প্রশাসক, অধ্যাপক, সৎমানুষ, নিষ্ঠাবান দেশপ্রেমিক ও একজন সফল বাবা হিসেবে।



ঘাটে লাগাইয়া ডিঙ্গা


This series is from my Chords collection, some of which I collected online, and some of which I figured out with software. Many of the chords may have errors, as they were done when I was just learning to play the guitar and used blogger as a diary. These chords are here in my blog, just as they represent my journey with my guitar. I now upload mostly in the Ultimate Guitar. (Click here to go to my user profile there.)  This particular song was performed by us in the IMLD 2016 in Purdue University
ঘাটে লাগাইয়া ডিঙ্গা (capo 3)
D                         Bm
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
A
বাঁশী আল্লাহর দোহায়
A                          Bm   
এ পরানের বিনিময় তোমার পরাণ দিও হাসি
G
আল্লাহর দোহায় (২)
D                   Bm
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
A
আল্লাহর দোহায়।

ও ও বাঁশী,  
D                     Bm
বানের টানে টানে, আইসো আমার পাণে
A                      Bm                    G
মধু লাগাইও মনে, মজিও পানের গুনে, আসিও (২)
                                Bm                     
আমার রঙ্গে পানের রঙ্গে, রাঙ্গা হইও, রাঙ্গা হইও, বাঁশী
G
আল্লাহর দোহায়
D                         Bm
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও বাঁশি
A
আল্লাহর দোহায়।
Solo 1: D Bm Bm G Bm A // Bm G    D
ও ও বাঁশী,
ঘাটে আসিও, পিড়ি পেতে দেব, পাশে বসাব
মুখেতে পান দিব, দিব রে (২)
অন্যের হাতের পান ছাইড়া, আমার হাতের পান খাইয়ো
আল্লাহর দোহায় .
এ পরাণের বিনিময়ে তোমার পরাণ দিও হাসি আল্লার দোহায় .
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও বাঁশি  
আল্লাহর দোহায়।
Solo 2: D Bm D Bm A A D Bm
ও ও বাঁশী,
নাহি পান পানি, দিনের পাখানি আছে
জগতে জানি, আসিও গুল মনি, আসিও।।
তিন রসেতে ডুইবা তুমি তিনের অধিকারী  
তিনের অধিকারী হইও আল্লার দোহায়
এ পরাণের বিনিময়ে তোমার পরাণ দিও হাসি আল্লার দোহায়
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
আল্লাহর দোহায়....

তোমার ঘরে


This series is from my Chords collection, some of which I collected online, and some of which I figured out with software. Many of the chords may have errors, as they were done when I was just learning to play the guitar and used blogger as a diary. These chords are here in my blog, just as they represent my journey with my guitar. I now upload mostly in the Ultimate Guitar. (Click here to go to my user profile there.)  This particular song was performed by us in the IMLD 2016 in Purdue University
তোমার ঘরে  Capo 2
G                           C
তোমার ঘরে বাস করে কারা ও মন জান না,
Em                          G  
তোমার ঘরে বসত করে কয় জনা, মন জান না
Em                          G
তোমার ঘরে বসত করে কয় জনা
G                                      C
এক জনায় ছবি আঁকে এক মনে,  ও রে মন
                  Em
আরেক জনায় বসে বসে রংমাখে, ও রে মন
            G                         Em          G (Em)                                    
ও আবার সেই ছবিখান নষ্ট করে কোন জনা,কোন জনা (২)
Em                               G
তোমার ঘরে বসত করে কয় জনা
Solo: G Em // G Em // G C
এক জনায় সুর তোলে এক তারে,
ও মন, আরেক জন মন্দিরাতে তাল তোলে
ও আবার বেসুরো সুর ধরে দেখো
কোন জনা, কোন জনা (২)
তোমর ঘরে বসত করে কয় জনা


রস খাইয়া হইয়া মাতাল, ঐ দেখো
হাত ফসকে যায় ঘোড়ার লাগাম
সেই লাগাম খানা ধরে দেখো
কোন জনা, কোন জনা (২)
তোমার ঘরে বসত করে কয় জনা

Visit My Official Website at BUET

Contact Me
Sajid Choudhury
+9665650
Dhaka, Bangladesh