বঙ্গাব্দ (বাংলা তারিখ) ওয়ার্ডপ্রেস প্লাগ ইন
আমি ২০০১ সালে একটি প্রোগ্রাম লিখেছিলাম। প্রোগামটি Qbasic এ লেখা ও সেটি গ্রেগরীয় পঞ্জিকার তারিখ কে বাংলা পঞ্জিকার তারিখে রূপান্তর করতে পারত। প্রোগ্রামটি পরবর্তীতে Visual Basic 6 এ পরিবর্তিত করা হয়, ও বিজয় স্ক্রিপ্ট ব্যবপার করে বাংলা হরফে কারিখ প্রদর্শন করতে পারে। এখন আমি প্রোগ্রামটিকে ওয়ার্ডপ্রেসের Plugin হিসেবে তৈরি করেছি।
তেমন কোন কোডিং করতে হয়নি। শুধু Qbasic এর কোড কে PHP তে রূপান্তর করতে হয়েছে।
http://wordpress.org/extend/plugins/bangla-date/
আপনি অনলাইন কনভার্টার চাইলে এই পোস্টে দেখুনI created a program back in 2001. The program was written in qbasic, and it could convert English date of Gregorian calendar to Bengali date in the calender created by Dr. Md. Shahidullah. The program was ported to Visual Basic 6.0, and using bijoy script, the program was translated to bengali script. Now, Here in 2009, I had the idea of porting it to the increasingly popular blogging platform - wordpress.
Not much of coding had to be done. I simply converted the QBasic syntax to PHP.
http://wordpress.org/extend/plugins/bangla-date/
If you are looking for an online converter, click here
তেমন কোন কোডিং করতে হয়নি। শুধু Qbasic এর কোড কে PHP তে রূপান্তর করতে হয়েছে।
http://wordpress.org/extend/plugins/bangla-date/
আপনি অনলাইন কনভার্টার চাইলে এই পোস্টে দেখুনI created a program back in 2001. The program was written in qbasic, and it could convert English date of Gregorian calendar to Bengali date in the calender created by Dr. Md. Shahidullah. The program was ported to Visual Basic 6.0, and using bijoy script, the program was translated to bengali script. Now, Here in 2009, I had the idea of porting it to the increasingly popular blogging platform - wordpress.
Not much of coding had to be done. I simply converted the QBasic syntax to PHP.
http://wordpress.org/extend/plugins/bangla-date/
If you are looking for an online converter, click here
Works great, thank you
ReplyDeleteকেউ কি প্লাগইনটি ব্যবহার করছেন বর্তমানে? প্লিজ মতামত দিন।
ReplyDeleteআপনি কোন ভার্সন এ টেস্ট করেছেন ?
ReplyDelete2.7.1 এ কাজ করছে না।
আমি এই ব্লগেই Wordpress 2.7.1 ব্যবহার করছি। আমারটাতে কাজ করছে। আপনি কি থীম সম্পাদনা করেছেন?
ReplyDeleteকাজ করছে না। আরো কিছু করতে হবে?
ReplyDeleteআপনি কি থীম সম্পাদনা করেছেন? Plugin Enable করে থীম Edit করতে হবে।
ReplyDeletehttp://wordpress.org/extend/plugins/bangla-date/installation/
চমৎকার কাজ করছে। ধন্যবাদ প্লাগইনটির জন্য
ReplyDeleteদারুণ তো !
ReplyDeleteHi Sajid, it will be a repetition if I say that you are great. Oops do I need to write in bangla? Sorry for polluting the atmosphere LOL
ReplyDeleteI am trying wordpress. Looks great so far. Still have to pick many things from your site...But you got me back into blogging...
দেখে ভাল লাগলো যে ২০০১ সালে আপনি প্রথম QBasic-এ সফটওয়ারটি তৈরী করেছিলেন। আমি নিজেও QBasic দিয়েই প্রোগ্রামিং ফিল্ডে আসি। আপনার প্লাগইন বাংলা-কৃস্টাব্দ ক্যালেন্ডারতি খুবই চমতকার হয়েছে।
ReplyDeleteVB 6.0 দিয়ে বাংলা থেকে খৃস্টাব্দ বা খৃস্টাব্দ থেকে বাংলায় তারিখ রূপান্তরের সফটওয়ার আমি প্রথম ২০০০ সালে তৈরী করেছিলাম, যা সেই বছর গাজীপুর জেলা পর্যায়ে প্রথম পুরস্কার পায় এবং পরবর্তীতে বাংলাদেশের জাতীয় পর্যায়ের প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।
আপনাকেও একই ধরণের প্রজেক্টে কাজ করতে দেখে খুশী হলাম। এছাড়া দেখাই যাচ্ছে আপনি বিগত দিনগুলোতে এর যথেষ্ট উন্নতি করেছেন, এবং ইন্টারনেটে এর প্রচার এবং ব্যবহারে বাঙ্গালীদের উদ্বুদ্ধ করার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রেখেছেন।
নিচের লিঙ্কগুলো হতে এর উপর আমার তৈরী প্রজেক্টটি চাইলে দেখতে পারেনঃ
http://blog.pallab.com/post/2007/11/Bangla-Date-Converter.aspx
http://www.pallab.com/services/bangladateconverter.aspx
আপনার সার্বিক মঙ্গল কামনা রইল।
অনেক ধন্যবাদ পল্লব ভাইয়াকে তাঁর প্রজেক্টটি শেয়ার করবার জন্য। অন্যান্য এধরণের প্রজেক্টের কথা প্লিজ কমেন্টে শেয়ার করবেন।
ReplyDeleteBTW আমি আপনার ব্লগের কমেন্টে আমার প্লাগইনটির কথা উল্লেখ করছি, :-)
wp 2.9 এ আপনার প্লাগইন কাজ করছে না । আমি ফিম এডিট করার পর wp আর কোন কাজ করে না ।
ReplyDeleteজানানোর জন্য ধন্যবাদ। আমি qtranslate নামে একটা প্লাগ-ইন ব্যবহার করি, তাই আমার সাইট ২.৯ এ আপগ্রেড করি নাই এখনো। আপগ্রেড করলে বাগটা ঠিক করার চেষ্টা করবো।
ReplyDeleteami plugin install kibhabe korbo bro?
ReplyDeleteami pari na?
r wordpress er free theme gulu dowanload korar por kibhabe install korbo
http://www.google.com/search?q=wordpress+how+to+install+a+plugin
ReplyDeleteI'm need this plugin to use on one of my Bangla site.
ReplyDeleteAny update to adapt it with WP.3 ?
I had improved it to use it with latest WP. However my laptop crashed and the changes were lost. I have to redo them
ReplyDeleteI have tested the plugin in WP 3.0.1, it works fine
ReplyDeletei will try
ReplyDelete