শান্তির সন্ধানে
তান্ত্রিক জগতটার তন্দ্রা ছিড়ে
শকুনীর হিংস্র চোখের ফাঁদ চিরে
বাধ ভাঙ্গার উল্লাসে ওঠো মেতে,
ঝঞ্ঝা মাতোয়ারা এ রক্তিম ধরণীতে।
অশান্ত ধরায় যত ভয়াল দানব,
খঞ্জরের শিঞ্জনে আজ শিহরিত মানব!
রক্তের হোলিতে মেতেছে জন্তু জানব-
পিঞ্জর ভেঙ্গে ছুটে যাও শান্তির ঝান্ডা নেড়ে।
রণাঙ্গনের কলরবে পরিশ্রান্ত এ ধরা
যুদ্ধের দামামা আর শুনতে চায়না তারা
সাদা পতাকা, সাদা পায়রা, হোক না উড্ডীন
পিশাচীর যত রক্তপিপাসা, হয়ে যেতে দাও লীন।তান্ত্রিক জগতটার তন্দ্রা ছিড়ে
শকুনীর হিংস্র চোখের ফাঁদ চিরে
বাধ ভাঙ্গার উল্লাসে ওঠো মেতে,
ঝঞ্ঝা মাতোয়ারা এ রক্তিম ধরণীতে।
অশান্ত ধরায় যত ভয়াল দানব,
খঞ্জরের শিঞ্জনে আজ শিহরিত মানব!
রক্তের হোলিতে মেতেছে জন্তু জানব-
পিঞ্জর ভেঙ্গে ছুটে যাও শান্তির ঝান্ডা নেড়ে।
রণাঙ্গনের কলরবে পরিশ্রান্ত এ ধরা
যুদ্ধের দামামা আর শুনতে চায়না তারা
সাদা পতাকা, সাদা পায়রা, হোক না উড্ডীন
পিশাচীর যত রক্তপিপাসা, হয়ে যেতে দাও লীন।
শকুনীর হিংস্র চোখের ফাঁদ চিরে
বাধ ভাঙ্গার উল্লাসে ওঠো মেতে,
ঝঞ্ঝা মাতোয়ারা এ রক্তিম ধরণীতে।
অশান্ত ধরায় যত ভয়াল দানব,
খঞ্জরের শিঞ্জনে আজ শিহরিত মানব!
রক্তের হোলিতে মেতেছে জন্তু জানব-
পিঞ্জর ভেঙ্গে ছুটে যাও শান্তির ঝান্ডা নেড়ে।
রণাঙ্গনের কলরবে পরিশ্রান্ত এ ধরা
যুদ্ধের দামামা আর শুনতে চায়না তারা
সাদা পতাকা, সাদা পায়রা, হোক না উড্ডীন
পিশাচীর যত রক্তপিপাসা, হয়ে যেতে দাও লীন।তান্ত্রিক জগতটার তন্দ্রা ছিড়ে
শকুনীর হিংস্র চোখের ফাঁদ চিরে
বাধ ভাঙ্গার উল্লাসে ওঠো মেতে,
ঝঞ্ঝা মাতোয়ারা এ রক্তিম ধরণীতে।
অশান্ত ধরায় যত ভয়াল দানব,
খঞ্জরের শিঞ্জনে আজ শিহরিত মানব!
রক্তের হোলিতে মেতেছে জন্তু জানব-
পিঞ্জর ভেঙ্গে ছুটে যাও শান্তির ঝান্ডা নেড়ে।
রণাঙ্গনের কলরবে পরিশ্রান্ত এ ধরা
যুদ্ধের দামামা আর শুনতে চায়না তারা
সাদা পতাকা, সাদা পায়রা, হোক না উড্ডীন
পিশাচীর যত রক্তপিপাসা, হয়ে যেতে দাও লীন।
0 comments:
Post a Comment