Thursday, May 17, 2018

Tumi Jake Bhalo Basho (Prakton) Chords

This series is from my Chords collection, some of which I collected online, and some of which I figured out with software. Many of the chords may have errors, as they were done when I was just learning to play the guitar and used blogger as a diary. These chords are here in my blog, just as they represent my journey with my guitar. I now upload mostly in the Ultimate Guitar. (Click here to go to my user profile there.)  
70 বি পি এম
Em
তুমি যাকে ভালোবাসো
C Am স্নানের ঘরে বাষ্পে ভাসো।
B তার জীবনে ঝড়।
তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো। তার জীবনে ঝড়। Am B Em তোমার কথার শব্দদূষণ, তোমার গলার স্বর, Am B Em
আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুন জ্বর! Am7 B Em
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর।
Am7 B Em তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর।

[Bridge]
Em Am B Em[Verse 1]

G C Am D তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্যদল, বাঁচার লড়াই। G C Am D
আমার মন্ত্রী খোয়া গেছে, একটা চালের ভুল, কোথায় দাঁড়াই। G D কথার ওপর কেবল কথা, সিলিং ছুঁতে চায়।
Em B Em নিজের মুখের আয়না আদল, লাগছে অসহায়।
Am B Em
তুমি অন্য কারো ছন্দে বেধ গান
Am B Em
তুমি অন্য কারো ছন্দে বেধ গান G C Am D বুকের ভেতর ফুটছে যেন মাছের কানকোর লাল, এত নরম।
G C Am D শাড়ির সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল, বিপদ বড়। G D কথার ওপর কেবল কথা, সিলিং ছুতে চায়।
Em B Em নিজের মুখের আয়না আদল, লাগছে অসহায়। Am B Em
তুমি অন্য কারোর গল্পে নায়িকা।
Am B Em
তুমি অন্য কারোর গল্পে নায়িকা।
Em
তুমি যাকে ভালোবাসো
C স্নানের ঘরে বাষ্পে ভাসো।
B তার জীবনে ঝড়।
তোমার কথার শব্দদূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুন জ্বর! তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর।

Researcher and academician by Trade. Hobbyist webdeveloper, photographer and ametuer musician.

0 comments:

Post a Comment

Visit My Official Website at BUET

Contact Me
Sajid Choudhury
+9665650
Dhaka, Bangladesh